add 2
সংসদে আইনমন্ত্রী জানিয়েছেন যে, দেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি। এই বিপুল সংখ্যক মামলার জমা থাকা বিচার ব্যবস্থায় চাপ তৈরি করেছে এবং এর ফলে মামলার নিষ্পত্তির গতি ধীর হয়ে আসছে। এ ব্যাপারে কার্যকরী সমাধানের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যেমন আদালতের সংখ্যা বাড়ানো, ডিজিটাল প্রক্রিয়া চালু করা, এবং বিচারকদের প্রশিক্ষণ দেওয়া। add1
Comments
Post a Comment